কামাক্ষা মন্দিরকে নতুন সাজে সাজাতে এগিয়ে এসেছেন শিল্পপতি মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের হাত ধরে দীপাবলীর আগেই নতুন সাজে সাজছে অসমে অবস্থিত এই বিখ্যাত মন্দির। সোনায় মুড়িয়ে দিচ্ছেন তিনি এই মন্দির।
এর জন্য প্রায় ১৯ কেজি সোনা লাগছে এবং এই কাজ করতে মোট খরচের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দীপাবলীর আগেই শেষ করা হবে বলে জানা গিয়েছে।
শেষ যে বার এই মন্দিরে এসেছিলেন তখন মুকেশ আম্বানি মন্দির কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মন্দিরের মূল চূড়া সোনা দিয়ে মুড়িয়ে দেবেন। সেজন্য এই কাজের জন্য যা খরচ হবে তা তিনি দিয়ে দেবেন। সেই প্রতিশ্রুতি রেখেই এই কাজ হচ্ছে। রিলায়েন্স গোষ্ঠীর ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের পাঠানো হয়েছে।
এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রধান মহিত চন্দ্র শর্মা জানিয়েছেন, মন্দির সোনামোড়ার প্রাথমিক কাজ শেষ হয়ে গিয়েছে। দীপাবলীর আগে এই কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এই কাজের জন্য মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি ১২ অক্টোবর থেকে কামাখ্যা মন্দির খোলা হয়েছে। তার আগে দীর্ঘদিন অতি মহামারীর জন্য এই মন্দির বন্ধ ছিল। মন্দির কর্তৃপক্ষের আশা নব সাজে সজ্জিত এই মন্দির আরো বেশি করে ভক্তদের আকৃষ্ট করবে।
Report by Mitali Ghosh
Reported on – 09/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন