নিজস্ব সংবাদদাতা : দেশের মধ্যে অবস্থিত অন্যতম শক্তিপীঠ হিসাবে পরিচিত কামাক্ষ্যাদেবীর মন্দিরে প্রতিবছর বিরাট ভক্তসমাগম হয়ে থাকে। তবে কোভিড পরিস্থিতিতে সেই চিরাচরিত ছবিটি আর নাও দেখা যেতে পারে। তবে তাতে কী ? আসন্ন দীপাবলী উপলক্ষ্যে অসমের কামাক্ষ্যাদেবীর মন্দির জ্বলজ্বল করে উঠবে খাঁটি সোনায়।কারণ এবার মা কামাক্ষ্যার মন্দিরকে একেবারে সোনায় মুড়ে দিতে চলেছেন রিলায়েন্সের কর্তা মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মা কামাক্ষ্যাকে দিচ্ছে ১৯ কেজি সোনা।সময়ের মধ্যে যাতে সমস্ত কাজ শেষ করা যায়, সেজন্য মুম্বই থেকে শিল্পীরা গিয়ে দিনরাত কাজ করে চলেছেন। জানা গিয়েছে মন্দিরের গম্বুজের পাশে থাকা তিনটি কলস সোনা দিয়ে মোড়ানোর কাজ চলছে। যদিও কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। মন্দির সূত্রে খবর, শীঘ্রই সমগ্র কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।এই মন্দিরের কাজ নিয়ে মন্দিরের ট্রাস্টের তরফ থেকে বলা হয়েছে, এভাবে কাজ এগোলে আগামী ২ সপ্তাহের মধ্যেই কাজ প্রায় শেষ হয়ে যাবে। মা কামাক্ষ্যার মন্দিরের এই রুপ সত্যি আকর্ষণীয়, মা কামাক্ষ্যার আশীর্বাদে মন্দিরের মূল ভবনের মাথায় তামার ডিজাইন ফ্রেম করা হয়েছে, যার ওপরেই বসানো হবে এই সোনা।যদিও এই প্রকল্পে কত টাকা খরচ হচ্ছে তা নিয়ে কেউই কিছু জানাননি। যদিও বর্তমান বাজারদর অনুসারে এ প্রকল্পে আনুমানিক ১০কোটি টাকারও বেশি খরচ করা হচ্ছে।গত কয়েকমাস থেকেই এই মন্দির বন্ধ, কিন্তু এবার এই মন্দির খুলতে চলেছে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভক্তের আগমন ঘটতে চলেছে ভগবানের কাছে , তার আগে মন্দিরের এই মেকওভারকে কেন্দ্র করে উত্তেজিত কামাক্ষ্যা মন্দির কর্তৃপক্ষ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল