মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

কালকা মেলের নতুন নাম ‘নেতাজি এক্সপ্রেস’

নিজস্ব সংবাদদাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে দেশ জুড়ে। ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জাতীয় গ্রন্থাগারে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। তার আগে রেল মন্ত্রকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে হাওড়া কালকা মেলের নতুন নামকরণ করা হয়েছে—’নেতাজি এক্সপ্রেস’। রেল বোর্ডের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ১২৩১১/১২৩১২ হাওড়া কালকা মেলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে নরেন্দ্র মোদি সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই কমিটিতে সমস্ত রাজনৈতিক দল ও বিভিন্ন দিকের দিকপাল ও নেতাজি গবেষকদের রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সৌরভ গঙ্গোপাধ্যায়কেও কমিটিতে রাখা হয়েছে। আগামী এক বছর ধরে গোটা দেশে ওই কমিটি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করবে।। আগামী এক বছর ধরে গোটা দেশে ওই কমিটি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করবে। ভোটের আগে নেতাজির জন্মজয়ন্তী পালন নিয়ে কেন্দ্রের এই সব উদ্যোগকে অনেকেই রাজনীতির সঙ্গে জুড়ে দেখতে চাইছেন।

Report by web desk
Reported on – 20/01/2021

Share this News
error: Content is protected !!