নিজস্ব সংবাদদাতা : আসতে চলেছে দীপাবলি ও কালীপুজো। তার আগেই কালীপুজোর প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ।সল্টলেকে দমকল বিভাগের দফতর বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করেন দমকল মন্ত্রী সুজিত বোস।অগ্নিকাণ্ডের ভয়াবহতা রুখতে কালীপুজোর সময় ১৮ টি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করা হবে বলে জানান দমকল মন্ত্রী। লেকটাউন, তিলজলা পুলিশ স্টেশনে, ট্যাংরা, কালীঘাট, গড়িয়া, টালিগঞ্জ, সেন্ট্রাল অ্যাভিনিউ, মানিকতলা, বারাসত, চাপাড়ালি মোড়, নৈহাটি, হাওড়া, রাজারহাট সহ মোট ১৮ টি জায়গায় সাময়িক দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে বলে জানান দমকল মন্ত্রী সুজিত বোস। পাশাপাশি, এই সাংবাদিক বৈঠকে সুজিত বোস জানান, বর্তমানে ১৪৬ টি দমকল কেন্দ্র রয়েছে। মোট ২০০ টি দমকল কেন্দ্র তৈরির লক্ষমাত্রা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, গঙ্গা সাগর, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, নিউটাউন, মানিকতলা সহ মোট ১৫টি ফায়ার স্টেশন বা সাময়িক দমকল কেন্দ্রের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
এর মধ্যে গুরুত্বপূর্ণ গঙ্গা সাগর ফায়ার স্টেশনের কাজ প্রায় শেষ বলেও জানান দমকল মন্ত্রী। কালীপুজোর পরই শিলিগুড়ির উদ্দ্যেশে রওনা হবে অগ্নি নির্বাপণ বড় ল্যাডার। তার ট্রেনিং চলছে বলেও জানান মন্ত্রী সুজিত বোস।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 10/11/2020
New Hopes New Visions
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির