নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সিংঘু সীমান্তে সাময়িক ভাবে আস্তানা গেড়েছেন আন্দোলনরত কৃষকেরা, সেখানে তাঁবুর মধ্যে বসানো হল ফুট মাসাজের মেশিন। খবর বলছে, আপাতত তাঁবুর মধ্যে ২৫টি মেশিন রাখা আছে। যে দিন এই মেশিনগুলো ইনস্টল করা হয়, সে দিনই প্রায় ৫০০ জন কৃষক এর পরিষেবা নিয়েছেন। যত্নটুকু পেয়ে তাঁরা বেজায় খুশি।যতক্ষণ না সরকারের তরফ থেকে নতুন কৃষি বিল খারিজ করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকেরা । তাঁদের সঙ্গে রয়েছেন পরিবারের মহিলা সদস্যেরাও।এমন অনেক কৃষক আছেন, যাঁরা দূর দূর থেকে হেঁটে এসে আন্দোলনের শরিক হয়ে উঠছেন। সে দিক থেকে দেখলে তাঁরা যাতে নির্বিঘ্নে আন্দোলন চালিয়ে যেতে পারেন, সেটা সুনিশ্চিত করার জন্য এই ফুট মাসাজের প্রয়োজনীয়তা ছিল বইকি! মনে করেন খালসা এইড নামের এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যাদের উদ্যোগে দিল্লির নিকটবর্তী সিংঘু সীমান্তে এই ফুট মাসাজার মেশিন বসানো হয়েছে। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর অমরপ্রীত জানিয়েছেন, কৃষকদের জন্য এটুকু করতে পেরে তাঁরা আদতে নিজেদের কৃতার্থ বোধ করছেন!এর আগে খালসা এইড-এর তরফে শিবিরের কাছাকাছি বিশেষ করে মহিলাদের কথা ভেবে অস্থায়ী শৌচাগার বানিয়ে দেওয়া হয়েছে। তার আগে সিংঘু সীমান্তে বসানো হয়েছিল বৃহদাকার রুটি মেশিন, যা ঘণ্টা পিছু অন্তত ২০০০টি রুটি তৈরি করে দিতে পারবে!
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল