কৃষি আইনের বিরোধিতা জানিয়ে দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সমর্থনে আন্দোলনে নামলেন পানাগড় বাজারের শিখ সম্প্রদায়ের মানুষেরা ও কৃষকরা।
তাঁরা বলেন কেন্দ্র যে কৃষি আইন প্রণয়ন করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।যতদিন না আইন প্রত্যাহার করা হোচ্ছে ততদিন তাঁদের আন্দোলন চলবে। কৃষকদের স্বার্থে কৃষকদের আন্দোলনের সমর্থনে পানাগড় বাজারের কৃষকরা ও শিখ সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ দেখিয়ে তারা জানিয়ে দিয়েছেন তাঁরাও কৃষকদের পাশে আছেন।
এদিন উপস্থিত ছিলেন কৃপা সিং,গুরমেজ সিং,সন্দীপ মহল,জকতার সিং,হরবন্ত সিং হারজিত সিং সহ অন্যান্যরা।
Report by Web Desk
Reported on – 11/01/2021
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন