নিজস্ব সংবাদদাতা : ভারতের কৃষক বিদ্রোহের আঁচ গিয়ে লাগলো ব্রিটিশ পার্লামেন্টে। হাউস অব লর্ডসের সদস্য ইন্দ্রজিত্ সিং ব্রিটিশ পার্লামেন্টে দিল্লিতে কৃষক বিক্ষোভ নিয়ে প্রশ্ন তোলেন। সূত্রের খবর, ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলের ৩৬ জন এমপি বিদেশ সচিব ডমিনিক রবকে চিঠি লিখে জানিয়েছেন, অবিলম্বে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করুন এবং তাঁকে জানান ভারতের কৃষি আইন -এর বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তা নিয়ে ব্রিটেনের শিখরা চিন্তিত। এই চিঠির একটি খসড়া সামনে রেখেছেন লেবার পার্টির এমপি তনমনজিত্ সিং ধেসি। ভারতে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে তাঁর মন্তব্য করা খুব একটা ভালো চোখে দেখছে না দিল্লি। এমনকি তাঁর এই অবস্থানের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি কানাডার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল, সূত্রের খবর এমনটাই। কিন্তু এরপরেও দমে যাননি কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডো আবার বলেছেন, ‘গোটা পৃথিবীতে যে কোন শান্তিপূর্ণ আন্দোলনকে সম্পুর্ন সমর্থন করে কানাডা’। কানাডার প্রধানমন্ত্রীর এই অবস্থানে কার্যত খুশি আন্দোলনকারী কৃষকরা। শুধু কানাডার প্রেসিডেন্ট নয়, রাষ্ট্রসংঘও এই আন্দোলনকে সরাসরি সমর্থন করেছে। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করে রাষ্ট্রসংঘ জানিয়েছে, এই ধরনের আন্দোলনে সরকারের উচিত, বিষয়টি দেখে আলোচনায় বসে তারপর তার সমাধান করা। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকেই পঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা দিল্লি সীমান্তে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষি বিল প্রত্যাহার করার জন্য ইতিমধ্যেই একাধিকবার সরকারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল