নিজস্ব সংবাদদাতা : বিশ্বের ২ শতাংশ সেরা বিজ্ঞানীদের মধ্যে জায়গা করে নিলেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক কালীদাস দাস। তাঁর ন্যানো ফ্লুইড সংক্রান্ত গবেষণা বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। ২০১৮ সাল থেকে কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজে অধ্যাপনা করছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনা, কলেজের অন্যান্য দায়দায়িত্ব সামলেই চালিয়ে যান গবেষণা। কলেজ শেষ হওয়ার পর সেখানে বসেই গবেষণার নেশায় বুঁদ হয়ে যেতেন বলেই জানান অধ্যাপক। ন্যানো ফ্লুইড একরকম তরল পদার্থ। গাড়ি, কম্পিউটার, মোবাইলের মতো যন্ত্রাংশের পাশাপাশি চিকিত্সা ক্ষেত্রেও ন্যানো ফ্লুইড নানা কাজে লাগানো হয়। এটি টিউমার কিংবা ক্যানসারের চিকিত্সায় সঠিক কোষে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য ন্যানো ফ্লুইডের প্রয়োজনীয়তা রয়েছে। নদিয়ার ধানতলা থানার এড়ুলির কৃষক পরিবারে জন্ম কালীদাস দাসের। ২০০৮ সাল থেকে এই নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন কালীদাসবাবু । এ সম্পর্কিত গাণিতিক মডেল তৈরি করেছেন ওই অধ্যাপক। ঠিক কীভাবে ন্যানো ফ্লুইড ব্যবহার করা যায় সফটওয়্যারের মাধ্যমেও তা প্রকাশ করেছেন তিনি। তাঁর গবেষণা গত বছর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে। যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আর ওই গবেষণাপত্র অনুযায়ীই বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের মধ্যে জায়গা করে নিয়েছেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন