নিজস্ব সংবাদদাতা : ৮ ফুটের বিশালাকার নিরামিষ কেক বানিয়ে মায়াপুর ইসকন মন্দিরে বড়দিনের সেলিব্রেশন শুরু । আজ সকালে ৫০ কেজি ওজনের ৮ ফুট লম্বা এক বিশাল পরিমাণ কেক প্রায় ১২ জন কর্মী মিলে ৩ ঘন্টার প্রচেষ্টায় তৈরি করে কেকটি ইসকনের গুরুকুলের ছাত্র দের হাতে তুলে দেওয়া হয় ।বছরের শেষে এমন একটি বড় কেক তৈরি করে কেটে সেলিব্রেশন করতে পেরে খুশি ইসকন কর্তৃপক্ষও। ইসকনের দাবি, এতদিন তাদের নিজস্ব কেক তৈরি হতো কিন্তু কেক প্রস্তুতকারী সংস্থার তৈরি এত বড় কেক নিজে হাতে সকলের সামনে তৈরি করে তা আবার ইসকনের গুরুকুলের ছাত্রদের দিয়ে কাটিয়ে অভিনবত্ব বড়দিন উত্সব পালন করল কেক প্রস্তুতকারী সংস্থা। অন্যদিকে বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকায় কেক বানানো হয়েছে হাওড়ায়। সেই কেক এক হাজারেরও বেশি শিশুদের মধ্যে বিতরণ করা হবে। দাশনগরের আলামোহন দাস চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছেন তৃণমূল নেতা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বিভাস হাজরা। বিভাসবাবুর দাবি, এত বিশাল ক্রিস্টমাস কেক বাংলায় প্রথম। বিভাসবাবু জানান, দীর্ঘ লকডাউনে যখন মানুষ ঘরবন্দি ছিল তখন শিশুরাও ঘরে বন্দি ছিল। এখনও স্কুল খোলেনি। ফলে ছোট ছোট শিশুরা এখনও সেইভাবে ঘর থেকে বেরোতে পারেনি। তাই শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন