নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে অনেকেরই পকেটে টান। এবার উত্সব আবহে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় ঘোষনা করল মোদি সরকার। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকা অগ্রিম। গেজেটেড এবং নন-গেজেটেড উভয় কর্মচারীরা এই অগ্রিমের সুযোগ পাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, আগে নন গেজেটেড কর্মীরা কেবল ফেস্টিভাল অ্যাডভান্স পেতেন। এখন সবাই সেই সুযোগ পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের একটা প্রি-লোডেড রুপে কার্ড দেওয়া হবে। তাতে ১০ হাজার টাকা ভরা থাকবে। এ জন্য ব্যাক চার্জ সরকার বহন করবে। ওই দশ হাজার টাকা ২১ মার্চের মধ্যে খরচ করতে হবে। তা ছাড়া দশটি সহজ কিস্তিতে তা সরকারকে ফেরত দিতে পারবেন কর্মচারীরা।নির্মলা আরও বলেন, কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও যদি এ ধরনের উত্সব অগ্রিম চালু করে তা হলে ঘরোয়া অর্থনীতিতে চাহিদা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। উত্পাদক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবার এতে উপকার হবে। এর পাশাপাশি সরকারি কর্মীদের লিভ ট্রাভেল কনসেসন বা এলটিসি ক্যাশ ভাউচারের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। সরকারের আশা, এলটিসি ভাউচার প্রকল্প বাজারে ২৮ হাজার কোটি টাকার চাহিদা তৈরি করবে। এলটিসি ক্যাশ ভাউচার স্কিমের আওতায় সরকারি কর্মচারীরা নগদ টাকা নেওয়ার পরিবর্তে বিকল্প পথ বেছে নিতে পারেন। সীতারমন ঘোষণা করেন, বিকল্প হিসেবে ১২ শতাংশ অথবা তার বেশি জিএসটি-যুক্ত পণ্য কিনতে পারবেন কর্মীরা। শুধুমাত্র জিএসটি-নিবন্ধিত আউটলেট থেকেই ডিজিটাল মোডে এই পণ্যগুলি কেনা যাবে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল