রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে ভ্য়াকসিন দেবে সরকার।’ টিকাকরণ কর্মসূচি চলাকালীন জেলাশাসক ও স্বাস্থ্যকর্মীদের ফের একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, ‘কেন্দ্রীয় সরকার পরিমাণে কম ভ্যাকসিন পাঠিয়েছে। এতে সবার হবে না। কিন্ত উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। রাজ্য সরকার সবাইকে ভ্যাকসিন দেবে। আতঙ্ক বা ভয় আর নয়। করোনা বিরুদ্ধে এবার যুদ্ধ শুরু। পূর্ব ঘোষণা মতোই শনিবার থেকে সারা দেশজুড়ে শুরু হয়ে গেল টিকাকরণ অভিযান । এদিন সকাল থেকে কলকাতা-সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই টিকা নিয়ে ফেলেছেন তৃণমূলের দুই বর্তমান ও এক প্রাক্তন বিধায়কও। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য়ে টিকাকরণ কর্মসূচির উপর নজর রাখছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন মুখ্যসচিবের ফোন করে জেলাশাসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বার্তা খুবই স্পষ্ট, ‘প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন পাঠানো হয়েছে। কিন্তু তা ঠিক নয়। এ নিয়ে যেন কোনও সমস্যা তৈরি না হয়, গুজব না ছড়ায়, সেদিকে নজর রাখতে হবে জেলাশাসকদের।’ পাশাপাশি, এদিন সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী ও পুলিসকর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘অনেকেই মারা গিয়েছে। কিন্তু আপনারা খুব ভালো কাজ করেছে, কোভিডের মোকাবিলা করেছেন।’ মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই। রাজ্য সরকার সবার জন্য ভ্যাকসিন কেনার ব্যবস্থা করবে।’ যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন, তাঁদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Report by web desk
Reported on – 17/01/2021
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা