গ্রামে গ্রামে জাগ্রত হোক নারী শক্তি
যুগে যুগে, কালে কালে নারীকে অবলা বলে ব্যাঙ্গ আর কটাক্ষ করে এসেছে পুরুষ. নিজের পুরুষ সত্তাকে বিকশিত করার জন্যে সেই আদিম যুগ থেকেই নারীকে অঙ্কশায়িনী করেছে তারা. কিন্তু, নারী যে আবার নিয়ন্তা তার প্রমান রেখেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালকরা। শুধু কি তাই ?? নারীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে নিজেরাই নিজেদের পরিচয়ে পরিচিত হচ্ছেন। সেই জায়গায় গ্রামীণ মহিলারাও খুবই আন্তরিকতার সঙ্গে
নিজেদের কাজের মধ্যেই নিজেদের পরিচয়ে পরিচিত হচ্ছেন । আজকের চলার পথে আপনাদের সামনে তুলে ধরবো পূর্ব বর্ধমান জেলার মেমরি অঞ্চলের মহিলারা দাঁড়াচ্ছেন নিজেদের পায়ে। একসঙ্গে এক ঝাঁক মহিলা মেশিন থেকে হাতে , সর্বত্র তৈরী করছেন স্যানিটারি ন্যাপকিন।
এই প্রজোক্টে মুম্বই থেকে আসা আফজাল শেখ বললেন তাঁর অভিজ্ঞতার কথা – দিনে কতো পরিমান কিভাবে তৈরী হচ্ছে স্যানিটারি ন্যাপকিন বুঝিয়ে দিলেন
Byte – afjal sekh ( প্রশ্ন উত্তর তা কিছুটা রাখবে )
পূর্ব বর্ধমান জেলার – মেমারি অঞ্চলে এদিন হয়ে গেলো কিভাবে তৈরী করতে হয় স্যানিটারি ন্যাপকিন – তার এক সম্পূর্ণ ওয়ার্কশপ। প্রায় ৫ দিন ধরে চললো এই ওয়ার্কশপ। মুখে মাস্ক – মাথায় নেটের টুপি – গ্লাভস পরে যুদ্ধকালীন ততপরতায় মেয়েরা কিভাবে এই ধরণের স্যানিটারি ন্যাপকিন তৈরী করে তার সব দৃষ্টান্ত উঠে এল আমাদের ক্যামেরায়। এই প্রজেক্ট আগামীদিনে স্বাধীনভাবে তাদের চলতে সাহায্য করবে বলে মনে করেন মহিলারা
Byte – মহিলাদের
সুদূর মুম্বই থেকে বাংলায় এসে হাতে ধরে কাজ শেখানো হয় এদিনের ওয়ার্কশপে। কেয়ারজিন এর কর্ণধার মিতালি ঘোষ নিজে হাতে ধরিয়ে শেখালেন কিভাবে এই স্যানিটারি ন্যাপকিন তৈরী হচ্ছে। দাম কম, গুণগতমানের সঙ্গে কোনো পরীক্ষা নয় এমনটাই মনে করেন মিতালি। নিজে মুম্বই এর মানুষ হয়েও এই বাংলার প্রত্যন্ত এলাকার জন্য এই ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা কে বিস্তার করতে চান তিনি। দরকার সহযোগিতার। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কেয়ারজিন স্যানিটারি ন্যাপকিন তার লক্ষ্যে গ্রামীণ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে বলে মিতালীর বিশ্বাস।
মিতালির ইচ্ছে পাক বাস্তবের রূপ – শুভেচ্ছা রইলো
Disha shakti news
(নতুন আশা – নতুন দিশা )
Report by রাহুল গুপ্ত
Reported on – 15-October-2020
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ