রাতভর ভিড় উপচে পড়ছে। রামবিলাস পাসোয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে হিমশিম খাচ্ছেন লোজপা নেতৃত্ব। দলীয় কার্নেলের ভিড়ের ছবি মাঝ রাত পেরিয়ে আরও বাড়ছে। শনিবার পাটনার জনার্দন ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে বিহারের অন্যতম দলিত নেতার। সেই সঙ্গে প্রশ্ন পিতার মতো ক্যারিশ্মা এখনো নেই পুত্র চিরাগের। তবে কে হবেন বিহারের নতুন দলিত নেতা ?
রামবিলাস পাসোয়ান অসুস্থ থাকাকালীন দলের নেতৃত্ব নিয়েছেন চিরাগ। নির্বাচনে তাঁর অবস্থান বিতর্ক তৈরি করেছে। একাধারে এনডিএ শরিক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তীব্র বিরোধিতা ও বিজেপির প্রতি সমর্থন করছে, আবার বিক্ষুব্ধ বিজেপি নেতাদের প্রার্থী করেছেন। আসন সমঝোতা না মেনে এনডিএ ছেড়ে একলা লড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তীব্র আনুগত্য দেখাচ্ছেন। রাজ্যে এনডিএ বিরোধী মহাজোটের প্রধান শরিক আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে বড় ভাই বলেছেন।
এরকমই দোদুল্যমান রাজনৈতিক পথ নিয়ে চলেছেন রামবিলাস পুত্র। লোক জনশক্তি পার্টির শক্তি যে চমকে দেবে এই নির্বাচনে তার ইঙ্গিত দিচ্ছেন। ফলে বিধায়ক সংখ্যায় কম হলেও চিরাগ পাসোয়ানের অবস্থানে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
Report by – রাহুল গুপ্ত
Reported on – 10th October 2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল