আজ – কাল দুদিন কোজাগরী লক্ষ্মীপুজো। করোনা কাঁটায় লক্ষ্মীপুজো। বাজারে সবজি – ফল কিংবা ফুল সবকিছুর দাম উর্ধমুখী। তার মধ্যেই বাঙালি ধনদেবীর আরাধোনায় মেতেছে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই পুজোর প্রস্তুতি ঘরে ঘরে। বিকেল সাড়ে পাঁচটার পর থেকে পূর্ণিমা লাগায় এখন গৃহস্থের ঘরে শুরু হয়ে গেছে কোজাগরী-র আরাধোনা। শুধু কি বাংলা ? না – রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্য – দিল্লি , মুম্বাই। এমনকি বিদেশে থাকা বাঙালিও পালন করছে আজকের দিন টা ভক্তিভরে।

এসো মা লক্ষ্মী বসো ঘরে। .. এই আরাধোনা ঘরে ঘরে শুরু হয়েছে। এর পাশাপাশি আজ আবার তারা মায়ের আবির্ভাব তিথি।সেই উপলক্ষে তারাপীঠে চলছে বিষেশ পুজোপাঠ। আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর এই তিথিতে প্রতিবছর মন্দির চত্বরে তিল ধারনের জায়গা থাকে না। করোনা আবহে এবার ভিড় অনেকটাই কম।
সব মিলিয়ে তারাপীঠের তারামায়ের আরাধনা সঙ্গে কোজাগরী-র আরাধোনা।
মুম্বইয় কান্দিভলির লোখান্ডওয়ালার গৃহিনী যেমন লালপাড় সাদা শাড়িতে লক্ষ্মীপুজোর প্রস্তুতি সারছেন ঠিক তেমনই এই রাজ্য কিংবা শহর কলকাতা এর গৃহিনীরাও ব্যাস্ত কোজাগরী-র আরাধোনায়।
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত