নিজস্ব সংবাদদাতা : গত সাত-আট মাস ধরে একটানা কাজ করে চলেছেন কোভিড ডিউটিতে থাকা চিকিত্সকেরা। চিকিত্সা করতে গিয়ে বহু চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীরা নিজেই আক্রান্ত হয়ে পড়ছেন। অনেকের আবার মৃত্যুও হয়েছে। দেশে কোভিড সংক্রমণের পর থেকে চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এক টানা কাজ করার ফলে চিকিত্সকদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। তাই কোভিড চিকিত্সার কাজে যুক্ত ডাক্তারদের কাজের মাঝে বিরতি দিতে হবে। কেন্দ্রকে এমনটাই বলল সুপ্রিম কোর্ট। করোনা রোগীদের চিকিত্সা এবং হাসপাতাল থেকে মৃতদেহের সঠিক ব্যবস্থা না করা, এই সংক্রান্ত বিষয়ে একটি শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে। বিচারকের বেঞ্চে ছিলেন, বিচারক অশোক ভূষণ, আরএস রেড্ডি এবং এমআর শাহ। সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারকদের কাছে বলেন চিকিত্সকদের কাজে কিছুটা সময় বিরতি দেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গেই বিচারকদের বেঞ্চ থেকে বলা হয়, ‘এ ঘটনা আমাদের নজরে এসেছে যে চিকিত্সকেরা একটানা কাজ করে চলেছেন। আপনাদের উচিত্ ওঁদের কাজে একটু বিরতি দেওয়া।’ মেহতা আদালতকে আশ্বস্ত করেন যে সরকার এই প্রস্তাবটি নিয়ে বিবেচনা করবে যাতে কোভিডের চিকিত্সা পরিষেবায় যুক্ত স্বাস্থ্যকর্মীরা এই সুযোগ পান।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 16/12/2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল