নিজস্ব সংবাদদাতা : : কোভিড টেস্ট করাতে এসে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি এবং জলপাইগুড়ির সাংসদকে। ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ করলেন সাংসদ। শনিবার সকাল থেকে কোভিড টেস্ট করাতে এসে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। সময়মতো পরিষেবা না পেয়ে ক্ষোভে ফুটছিলেন তাঁরা। এ সময় বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামীর শরীর অসুস্থ থাকায় তাঁকে নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন সাংসদ ডাক্তার জয়ন্তকুমার রায়। তাদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন, ”আমাদের সংগঠনের জেলা সভাপতি বাপী গোস্বামীকে নিয়ে করোনার অ্যান্টিজেন টেস্ট করানোর জন্য হাসপাতালে এসেছিলাম। দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করেও মানুষ সঠিক সময়ে হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্ট করাতে পারছেন না বলে অভিযোগ করছেন। এই ঘটনা প্রমাণ করছে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ঠিক কতটা বেহাল। আমরা কোভিড শুরু হওয়ার আগে থেকে অনেকভাবে বলেছিলাম কীভাবে হাসপাতালে ম্যানেজমেন্ট দিতে হবে। কিন্তু সে কথায় কর্ণপাত করেনি এঁরা।”’ হাসপাতালের তরফ থেকে পাল্টা বলা হয়, ‘অভিযোগ করা খুব সহজ। কিন্তু আমরা কীভাবে কোভিড ম্যানেজমেন্ট দিচ্ছি তা আমরাই জানি’।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন