নিজস্ব সংবাদদাতা : গত মাসে গুজরাতের রাজকোট শহরের একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬ রোগীর মৃত্যু হয়। ঘটনায় গুজরাত সরকারকে তীব্র ভর্ত্সনা করে সুপ্রিম কোর্ট। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে কোভিড হাসপাতাল সহ অন্য হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আর এনিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রতিমাসে সমস্ত হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত বলেছে, প্রতিটি রাজ্য সরকারকে হাসপাতালের অগ্নি নির্বাপক সুরক্ষার নিয়মাবলী মেনে চলতে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে কোভিড হাসপাতালগুলিকে চার সপ্তাহের মধ্যে এনওসি নিতে হবে। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার। যেসব হাসপাতালের ফায়ার এনওসি শেষ হয়ে গেছে তাদের চার সপ্তাহের মধ্যেই এটি নতুন করে নিতে হবে।শুক্রবার ২২ হাজার ৮৮৯ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা ছুঁল ৯৯ লাখ ৭৯ হাজার। আইসিএমআর এর তথ্য অনুযায়ী ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৪৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। দেশে এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লাখ ১৩ হাজার ৮৩১টি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ২০ হাজার ৮২৭ জন। গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩১ হাজার ৮৭ জন। দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১লাখ ৪৪ হাজার ৭৮৯ জন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল