নিজস্ব সংবাদদাতা : দেশবাসীর জন্য নতুন বছরের প্রথমেই এল স্বস্তির খবর। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন-কে সরকারিভাবে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার-জেনারেল অব ইন্ডিয়া বা DCGI। তবে আপাতত শর্তসাপেক্ষে এবং জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন সারা দেশে দেওয়া হবে। ডিসিজিআই জানিয়েছে, ‘কোভিশিল্ডের সুরক্ষা-নিশ্চয়তা ৭০ শতাংশের বেশি। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যাবে।’ সম্পূর্ণরূপে দেশে তৈরি এই দুই ভ্যাকসিন Covishield ও Covaxin খুব শীঘ্রই বাজারে আসছে। রবিবার সকালে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ভি জি সম্মানী সাংবাদিক বৈঠকে জানান, সিরাম ইন্সটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের ট্রায়াল চালান হয়েছে সংস্থার পক্ষ থেকে। সেই ট্রায়াল রিপোর্ট পেশ করার পরেই তা সন্তোষজনক হওয়ায়, তা সরকারি ছাড়পত্র পেল। তবে এখনই সকলকে এই টিকা দেওয়া হবে আগে। জরুরি ভিত্তিতে টিকার প্রয়োগ করা হবে। এই পদক্ষেপ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার তিনি বলেন, করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ে যাচ্ছে গোটা দেশ। সেই লড়াইয়ে যুক্ত হল বড় ও শক্তিশালী হাতিয়ার। দেশের লড়াইয়ে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী মোদি বলেন , ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার যে ঘোষণা করা হয়েছে, তা দেশকে আরও ক্ষমতা যোগাবে, শক্তি দেবে। করোনা মুক্ত দেশ হিসেবে খুব তাড়াতাড়ি ভারত আত্মপ্রকাশ করবে বলে আশাপ্রকাশ করেন মোদী। এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন গবেষক, বিজ্ঞানী ও চিকিত্সা পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আজকের দিন অত্যন্ত সাফল্যের। তাঁদের জন্যই এই সাফল্য পেয়েছে গোটা দেশ। তাঁদের প্রত্যেককে অভিনন্দন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল