নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে ৩০ কোটিকে আগে করোনার টিকা দেওয়া হবে। তার জন্য প্রোটোকল তৈরি হয়েছে। রাজ্যে রাজ্যে সে প্রটোকল পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রের নির্দেশিকা মেনেই টিকাকরণ করতে হবে। প্রায় তিন কোটি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ডাক্তারি পড়ুয়াদের আগে টিকা দেওয়া হবে। পুলিশ, প্রশাসন, মিউনিসিপ্যালিটির কর্মী মিলিয়ে অন্তত ২ কোটি জনকে টিকা দেওয়ার তালিকা তৈরি হয়েছে। এর পরে টিকা পাবেন ২৬ কোটি মানুষ, যাদের বয়স ৫০ বছরের বেশি। কোমবির্ডিটির রোগীরা এবং ৫০ বছরের কম লোকজন যাদের পেশার জন্য বেশি মেলামেশা করার প্রয়োজন হয় তারাও থাকবেন টিকার অগ্রাধিকারের তালিকায়। প্রত্যেককে দুটি করে ডোজ দিলেও কম করে ৬০ কোটি টিকার ডোজ দরকার। ইতিমধ্যেই টিকা সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড-স্টোরেজের ব্যবস্থা পাকা। আর ৬-৮ মাসের মধ্যে সমস্ত রাজ্যের কোল্ড-চেনের প্রস্তুতি শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ ভ্যাকসিন গ্রুপের প্রধান ভিকে পল জানিয়েছেন, টিকা সংরক্ষণের স্বাভাবিক তাপমাত্রা অর্থাত্ ২-৮ ডিগ্রি সেলসিয়াস (৩৮ থেকে ৪৮ ডিগ্রি ফারেনহাইট)তাপমাত্রায় কোল্ড-স্টোরেজগুলো তৈরি রাখা হয়েছে। পল বলছেন, দেশের যে টিকাগুলোতে আশা জাগছে তার মধ্যে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, জাইদাস ক্যাডিলার জ়াইকভ ডি এবং রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকা সংরক্ষণের জন্য এই স্বাভাবিক তাপমাত্রাই দরকার। এর চেয়ে বেশি ঠান্ডায় এই টিকাগুলো রাখার দরকার পড়ে না। তাই কোল্ড-চেনগুলো সেভাবেই তৈরি হয়েছে। ৩০ কোটি ভারতবাসীকে টিকার ডোজ জেওয়া হবে প্রথম ধাপেই।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল