নিজস্ব সংবাদদাতা : নতুন বছরের জানুয়ারিতে বাবা হচ্ছেন বিরাট কোহলি । যে কারণে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজের পর গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলে দেশে ফিরবেন কোহলি। ভারত অধিনায়কের পিতৃত্বকালীন ছুটি নিয়ে এবার মুখ খুললেন সুনীল গাভাসকর। ১৯৭৫-৭৬ সালে পরপর দুটি সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সময় সন্তানসম্ভবা ছিলেন গাভাসকরের স্ত্রী। এই বিষয়ে কিংবদন্তী ব্যাটসম্যান বলেন,’আমার সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চেয়ে দেশে ফিরে আসার অনুরোধ জানাইনি। যখন নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে পরপর সফরের জন্য ভারতীয় দলের সঙ্গে রওনা হয়েছিলাম তখন জানতাম যে আমি বাইরে থাকার সময় সন্তানের জন্ম হবে। আমি দেশের হয়ে খেলাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আর আমার স্ত্রীর এতে পূর্ণ সমর্থন পেয়েছিলাম।’গাভাসকরের মন্তব্যের শেষ লাইনে বলেছেন, আমার স্ত্রীর এতে পূর্ণ সমর্থন পেয়েছিলাম। এই বক্তব্যের মধ্যে দিয়ে কি ঘুরিয়ে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে কটাক্ষ করেছেন সুনীল গাভাসকর! প্রশ্নটা কিন্তু থাকছেই। এর আগেও আইপিএল চলাকালীন বিরাটের পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে অনুষ্কার নাম টানেন গাভাসকর। যার জল বহুদূর গড়ায়। ‘অশালীন’ মন্তব্যের অভিযোগ তুলে দেন খোদ অনুষ্কা। যদিও সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সানি। দিন কয়েক আগেই বিরাট কোহলির দেশে ফিরে আসা নিয়ে সরব হয়েছিলেন কপিল দেব। বিরাটের দেশে ফিরে আসাকে বিলাসিতা বলেছিলেন ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ