মার্চ 27, 2023

Disha Shakti News

New Hopes New Visions

কোয়ারেন্টাইনে হু প্রধান টেড্রস অ্যাডানম

নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই, তবে সান্নিধ্যে আসা একজন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে স্বেচ্ছা-নিভৃতবাসে চলে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। হু-এর ডিরেক্টর জেনারেল নিজেই টুইট করে জানিয়েছেন, আগামী কয়েকদিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, আমি ভালো আছি এবং করোনার কোনও উপসর্গ নেই।বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকে একদম সামনের সারিতে থেকে লড়াই করেছেন টেড্রস। ৫৫ বছর বয়সী টেড্রস বারবার সবার কাছে আবেদন করেছেন, করোনার বিরুদ্ধে একযোগে লড়াই করতে। আর তার জন্য বারেবারে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। হু-এর তরফে স্বাস্থ্যবিধিতে বলা হয়েছে, এই সময় তিনটি বিষয়ে সবার নজর রাখা উচিত। তা হল সবসময় মাস্ক পরে থাকা, কিছুক্ষণ অন্তর হাত ধোয়া ও নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা। একমাত্র এভাবেই সংক্রমণের চেন ভাঙা সম্ভব বলে জানায় রাষ্ট্রপুঞ্জের এই স্বাস্থ্য বিষয়ক সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। যার জেরে নতুন করে লকডাউনের পথে হাঁটছে তারা। ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে হু। জন হপকিং বিশ্ববিদ্যালয়ের ডাটা অনুসারে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ১,১৯৫,৯৩০। গত ১১ মার্চ কোভিড-১৯ কে প্যান্ডেমিক বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে আমেরিকা, ভারত এবং ব্রাজিলে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ লক্ষ ৮৪ হাজার ৮২ জন।

Reported on – 02/11/2020

Share this News
error: Content is protected !!