নিজস্ব সংবাদদাতা : ক্রিকেটেও পড়ে গেল ধর্মের কালো ছায়া। কেবলমাত্র ব্রাহ্মণরাই অংশগ্রহন করতে পারবে বলে বিজ্ঞপ্তি জারি করে হায়দরাবাদের একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক সংস্থা। যা নিয়ে চরম বিতর্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, নিজামের শহরের নাগোল এলাকার বিএসআর স্টেডিয়ামে গত ২৫ এবং ২৬ ডিসেম্বর আয়োজিত হওয়ার কথা ছিল ওই টুর্নামেন্টের। প্রবেশমূল্য ছিল ৩৫০০ টাকা। তবে টুর্নামেন্টের পোস্টার ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। কারণ পোস্টারে স্পষ্ট লেখা ছিল, কেবল ব্রাহ্মণ’রাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। এমনকি অংশগ্রহণকারী দলের প্রত্যেক ক্রিকেটারকে নিজস্ব পরিচয়পত্র আনতে হবে। যাতে সহজেই তাঁদের পরিচয় জানা যায়।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনা আবহে যাবতীয় বিধি মেনে টুর্নামেন্টটি আয়োজিত হলেও কেবলমাত্র ব্রাহ্মণদের খেলতে দেওয়ার বিষয়টি নিয়েই মূলত বিতর্ক দানা বেঁধেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই টুর্নামেন্টের পোস্টারটি। আর তারপরই বিভিন্ন মহলে সমালোচনা ঝড় উঠেছে। আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 31/12/2020
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
পুজোর আগেই পুজো শুরু , পুজো উদ্যোক্তাদের নিয়ে CARVINAL FOOTBALL ২০২২
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার