নিজস্ব সংবাদদাতা : Jio ফোন ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ নিয়ে এল রিলায়্যান্স । নাম JioCricket। যা ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের ক্যুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও দেবে। Jio-র পক্ষ থেকে তাদের নিজস্ব মোবাইল ফোন JioPhone -এর জন্য JioCricket নামক নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে । এই অ্যাপের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। Dream 11 আয়োজিত Indian Premier League 2020-এর শেষ পর্যায়ে এই অ্যাপ লঞ্চ করা হল।JioCricket অ্যাপে Jio Cricket Play Along-এর সঙ্গে ইংরাজি ও হিন্দি ভাষায় গেম খেলা যাবে। Play-Along গেমে ইউজাররা খেলা চলাকালীন প্রত্যেকটি বলের ভবিষ্যত্বাণী করতে পারবেন। এছাড়া স্পেশাল কুইজ ও দৈনিক পুরষ্কারের মতো উল্লেখযোগ্য ফিচারও এর সঙ্গে উপলব্ধ থাকবে। কিছু সহজ চ্যালেঞ্জ পূরণ করে ইউজাররা দৈনিক পুরষ্কার জিততে পারবেন।সাপ্তাহিক পুরস্কার টিভিএস স্পোর্ট বাইক। সঙ্গে ১০ হাজার টাকার রিলায়্যান্স ভাউচার। এ ছাড়াও বাম্পার প্রাইজ হিসেবে রয়েছে ৫০ হাজার টাকা মূল্যের ভাউচার জেতার সুযোগ। JioPhone ইউজাররা এই অ্যাপে লাইভ স্কোর, ম্যাচ আপডেট, ক্রিকেটের খবর, ভিডিও এবং আরো অনেক দুর্দান্ত ফিচার পাবেন। JioCricket অ্যাপ মোট ৯ টি ভাষাতে উপলব্ধ। এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, গুজরাটি, মারাঠি এবং ইংরাজি। Jio-র লক্ষ্য হল এই অ্যাপের মাধ্যমে সমস্ত প্রদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে যাওয়া।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল