নিজস্ব সংবাদদাতা : আজ থেকে দু’হাজার বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল ইটালির পম্পেই শহর। এবার ধ্বংসস্তূপ থেকে মিলল দু’টি দেহাবশেষ। প্রাপ্ত দেহাবশেষের পোশাক ও অন্য চিহ্ন থেকে মনে করা হচ্ছে, দু’টি কঙ্কালের মধ্যে একজন ছিলেন মনিব। অন্যজন তার ক্রীতদাস। ৭৯ খ্রিস্টাব্দে যে মাউন্ট ভিসুভিয়াসের ভয়ানক অগ্নুত্পাতের কবলে পড়ে পম্পেইয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, এই দু’জনই সেই দলেরই দুই হতভাগ্য। দুই মৃতের হাড় ও দাঁত পরীক্ষা করে দেখা যাচ্ছে, ক্রীতদাস তরুণের বয়স ছিল ১৮ থেকে ২৫-এর মধ্যে। আর অন্য ব্যক্তির বয়স ৩০ থেকে ৪০-এর ভিতরে। তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা। মনিব ও তার ক্রীতদাসের জীবনে যবনিকা নেমে এসেছিল একই সঙ্গে। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, প্রাপ্ত দেহাবশেষ দু’টিই চিত হয়ে মাটিতে পড়েছিল। ধূসর ছাইয়ের ভিতরে প্রায় ২ মিটার গভীরে প্রোথিত ছিল তাদের দেহ। যেখানে দেহ দু’টি ছিল তার সামনেই ছিল সুড়ঙ্গ। তাদের মতে, প্রাণ বাঁচাতে সেখানেই আশ্রয় নিতে গিয়েছিলেন দু’জনে। কিন্তু তা আর হয়ে ওঠেনি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল