নিজস্ব সংবাদদাতা : চিকিত্সকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল বিরুষ্কার। সম্প্রতি একটি ক্লিনিকের সামনে এই তারকা দম্পত্যিকে ক্যামেরাবন্দি করল পাপারাৎজি । সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বেবি বাম্পের ছবি শেয়ার করেন অনুষ্কা । ‘ভোগ’ ম্যাগাজিনের কভার পেজেও ছবি এসেছে অভিনেত্রীর। সম্প্রতি নয়মাসের অন্তসত্ত্বায অবস্থায় ট্রেডমিলেও হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে । সম্প্রতি বিরাট ও অনুষ্কা ধরা পড়লেন পাপারাৎজির ক্যামেরায়। অভিনেত্রী গাঢ় নীল রঙা ওয়ান পিস পরেছিলেন । অন্যদিকে বিরাট ফরম্যাল টিসার্ট ও প্যান্টের সঙ্গে ছাই রঙা জ্যাকেট পরেছিলেন। খবর, ডাক্তারি পরামর্শের জন্যই অভিনেত্রী ক্লিনিক যান। এই মাসের শেষের দিকেই বিরুষ্কা পরিবারে ক্ষুদে সদস্য আসার খবর জানা যাচ্ছে। অনুষ্কা আগেই জানিয়েছিলেন যে তাঁর অন্তসত্ত্বার খবর অনেক পড়েই সকলকে জানান তিনি। চিকিত্সকের কাছে যাওয়া আসাও চুপিসারেই সারতেন বিরুষ্কা দম্পতি। তবে এবারে আর গোপনে হল না, ধরা পড়ে গেলেন ক্যামেরায়। শেষবার আনন্দ এল রায়ের ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। তবে মা হওয়ার আগের মুহূর্তটি বেশ জমিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। অনুষ্কা সম্প্রতি নিজের সন্তানের যত্ন নেওয়া প্রসঙ্গে মতামত জানান। কিভাবে সন্তানকে সাধারণ জীবনযাপন করাবেন তাঁরও প্ল্যানিং বলেন। এখন অপেক্ষা শুধু শুভ ক্ষণের , যখন বিরুষ্কার কোল আলো করে আসবে লিটল চ্যাম্প।
Report by মিতালি ঘোষ
Reported on – 08/01/2021
More Stories
বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
প্রথম শো -তেই সুপারহিট নাটক ” সঙ্গিনী “