নিজস্ব সংবাদদাতা : সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ উঠেছে সিরিজের বিরুদ্ধে। এবার ক্ষমা চাইলেন ছবির পরিচালক।একাধিক রাজনৈতিকদ দল ও সংগঠন এই ওয়েব সিরিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এরপরই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ওয়েব সিরিজ ব্যান করার দাবি জানান। তিনি একটি বিবৃতিতে বলেন, কেন্দ্রের তরফে ওয়েব সিরিজের উপর কড়া নজর রাখা হচ্ছে। গত কয়েকদিনে একাধিক অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি। এরপরই ‘তাণ্ডব’-এর টিমের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। বলা হয়েছে, ‘এই ওয়েব সিরিজ কা্ল্পনিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে বাস্তবের কোনও মিল সম্পূর্ণভাবে কাকতালীয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না কলাকুশলীদের।রাজনীতি, সিংহাসন দখলের ষড়যন্ত্র, পারিবারিক হিংসা নিয়েই তৈরি এই ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। যার মূল চরিত্র সমর প্রতাপ সিংয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে সইফ আলি খানকে। আরেক প্রোটাগনিস্টের চরিত্রে দেখা গেল ডিম্পল কাপাডিয়াকে। তবে এই দু’জনের চরিত্র নিয়ে কোনও অসুবিধে নেই। নেটিজেনরা আপত্তি তুলেছেন মহম্মদ আয়ুব জিশান অভিনীত শিবা শেখরের চরিত্রটি নিয়ে।ওয়েব সিরিজের কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আয়ুবকে দেখা গিয়েছে শিবের চরিত্রে। যেখানে নারদের চরিত্রকে বলতে শোনা যায় যে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, তা নিয়ে শিবের কিছু করা উচিত। ব্যঙ্গাত্মক এই নাটকে শিব হিসেবে অশালীন ভাষার উচ্চারণও করতে শোনা যায় আয়ুবকে। এরপরেই এই ওয়েব সিরিজটি নিষিদ্ধ করার দাবি ওঠে।
Report by web desk
Reported on – 19/01/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব