নিজস্ব সংবাদদাতা : ক্য়াপসুল ও সিরিঞ্জ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা। প্রতিমা তৈরি করে ফেললেন অসমের শিল্পী সঞ্জীব বসাক। ৩০ হাজারেরও বেশি মেয়াদ উত্তীর্ণ ক্য়াপসুল ও সিরিঞ্জ দিয়ে তৈরি মা দুর্গার প্রতিমা বানিয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি । ধুবরির সঞ্জীব বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কাজ করেন। করোনায় ডিউটি চলাকালীন বিভিন্ন ওষুধের দোকানে ঘুরতে হয়েছে তাঁকে। সেসময়ই তিনি দেখেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ফেলে দেওয়া হচ্ছে। সেখান থেকেই এবার তাঁর এই ভাবনা বলে জানিয়েছেন। অতিমারীর প্রকোপ থেকে মানবসমাজকে বাঁচাতে দিনরাত এক করে কাজ করে চলেছেন অগণিত চিকিত্সকরা। করোনাকালে চিকিত্সা ব্য়বস্থার গুরুত্ব যে কতখানি তাই তুলে ধরতে চেয়েছেন নিজের ভাবনায়। শিল্পী জানিয়েছেন ,’প্রতিবছরই নতুন নতুন ভাবনায় দুর্গাপ্রতিমা তৈরি করি। এ বছর পরিস্থিতিটা অন্যরকম। করোনার দাপটে বহু মানুষকে ওষুধ কিনতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তিনি । অনেক দোকানে পর্যাপ্ত ওষুধও মজুত ছিল না। ফলে, একটা দোকান থেকে আরেকটা দোকান ঘুরতে হয়েছে সাধারণ মানুষকে। সেই অভাবকে মন থেকে উপলব্ধি করে তা ফুটিয়ে তুলেছেন নিজের শিল্প ভাবনায়।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল