নিজস্ব প্রতিবেদন: গতকালই নেতাজী ইনডোরে দাঁড়িয়ে বিশাল প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতোই ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই খড়দহে পৌঁছলো খেলার সরঞ্জাম। খড়দহ পৌরসভার তরফ থেকে খড়দহের ক্রীড়া ক্লাবগুলিকে দেওয়া হলো নানান সরঞ্জাম। মুখ্যমন্ত্রীর ছবি আঁকা বাক্সের ভেতর রয়েছে যাবতীয় জিনিস। এই দানসভায় উপস্থিত ছিলেন স্বয়ং খড়দহ সাংস্কৃতিক মঞ্চের সভাপতি তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা কাজল সিনহা।
সোমবার নেতাজী ইনডোরে খেলাশ্রীর মঞ্চ থেকে ৭০ হাজার কোটির প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে ৬০ বা তার বেশি বয়সী যেসব ক্রীড়া ব্যক্তিত্বরা রয়েছেন, তাঁদের ১ হাজার টাকা করে পেনশন দেবে রাজ্য। এছাড়াও বলেন ৮,২৮৯ ক্লাবকে ১লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এছাড়াও ৯৪৭টি কোচিং ক্যাম্পকেও লক্ষ টাকা করে দেওয়া হবে এবং ৩৪টি ক্রিড়া সংস্থাকে ৫লক্ষ করে দেওয়া হলো বলে জানান তিনি। ওইদিন “খেলসম্মান” দেওয়া হয় মেহুলি ঘোষ,আতার আলি, হিমাশ্রী রায় সহ অনেককে। “ক্রীড়া গুরু” সম্মান পান জয়দ্বীপ কর্মকার।
Report by web desk
Reported on – 09/02/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন