মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

খড়দহ থেকে নিউটাউন রুটে এসি বাস চালু

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে নিত্য যাত্রীদের জন্য সুখবর শোনাল রাজ্যের পরিবহণ দপ্তর। নতুন রুটে এসি বাস পরিষেবা চালু হল খড়দহ থেকে নিউটাউন রাজারহাট পর্যন্ত।এই নতুন রুটের বাসটি প্রতিদিন খড়দহ পৌরসভার সামনে থেকে ছেড়ে এয়ারপোর্ট সেক্টর ফাইভ হয়ে রাজারহাট নিউটাউন বাস ডিপো পর্যন্ত যাবে। খড়দহ থেকে শেষ গন্তব্য পর্যন্ত এই এ সি বাসের ভাড়া পঞ্চান্ন টাকা ধার্য করা হয়েছে। সকালে অফিস টাইমে এবং বিকেলে তথ্য প্রযুক্তি সংস্থা ছুটির পর এই সরকারি বাস ব্যবহার করে ফের নিত্য যাত্রীরা একই বাসে খড়দহে ফিরে আসতে পারবেন। এই নতুন রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন দমদম কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। বাস উদ্বোধনের পর সাংসদ সৌগত রায় জানান, খড়দহ পুরসভার সামনে থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই যে এসি বাস পরিষেবা চালু করা হল এর ফলে খুবই উপকৃত হবে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। তারা সকালে কাজে গিয়ে সন্ধ্যায় একই বাসে ফিরে আসতে পারবে। এছাড়া ভার্চুয়ালি এই বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা জানান খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দফতরের আধিকারিকরা। নতুন এই রুটে বাস চালু হওয়ায় খুশী নিত্যযাত্রীরা , সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 10/11/2020

Share this News
error: Content is protected !!