নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতি অনেক মানুষের জীবনটাই বদলে দিয়েছে। অর্থনীতির মন্দা সমাজের সর্বস্তরে প্রভাব ফেলেছে । বাদ যায়নি খেলার দুনিয়াও। একের পর এক মেগা ইভেন্ট বাতিল হয়ে গিয়েছে। খেলার উপর নির্ভরশীল অনেকেই প্রবল সমস্যায় পড়েছেন। এমনই এক ক্রিকেটার নেদারল্যান্ডসের পল ভ্যান মিকারেন। অতিমারীর পরিস্থিতিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায় উবের ইটস-এর ডেলিভারি বয়ের কাজ করতে বাধ্য হয়েছেন তিনি। হল্যান্ডের এই ক্রিকেটার ২০১৩ সালে অন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান কেনিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচের মাধ্যমে। ডাচ দলের হয়ে পাঁচটি ওডিআই এবং ৪১টি টি২০ ম্যাচও খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ৪টি এবং ৪৭টি। কাউন্টিতে সমারসেটের হয়েও খেলেছেন তিনি। জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। করোনা পর্বের আগে আইসিসির সূচি অনুযায়ী টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। তবে অতিমারী পরিস্থিতিতে সেই টুর্নামেন্ট স্থগিত হয়ে গিয়েছে। নেদারল্যান্ড ক্রিকেটার পল ভ্যান মিকারেন সম্প্রতি নিজের টুইটারে জানিয়েছেন, বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় পার্ট টাইম ভিত্তিতে উবের ইটসের ডেলিভারি বয়ের কাজ করছেন। মন খারাপ করা টুইটে, আইসিসির টুইট রিটুইট করে তিনি জানান, ‘এই সময় আমার ক্রিকেট খেলা উচিত ছিল। শীতকাল কাটানোর জন্য আপাতত উবের ইটসের ডেলিভারির কাজ করছি। এরকম মজার ঘটনা ঘটে। সবাই হাসি খুশিতে থাকো।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’