করোনা সংক্রমণের প্রায় গোড়া থেকেই রাজ্যবাসীকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে চিকিৎসকদের মতোই প্রথম সারির যোদ্ধা হয়ে লড়েছে পুলিশ। কলকাতাও তার ব্যতিক্রম নয়। বরং এখানে সংক্রমণ অতি দ্রুত বাড়তে থাকায় কলকাতা পুলিশকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে এবং হচ্ছেও। এভাবে কাজের কারণেই বহু পুলিশ কর্মী করোনা সংক্রমিত হয়েছেন, প্রাণহানিও ঘটেছে কয়েকজনের। মাস খানেক আগে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে উপসর্গহীন হওয়ায় তিনি হোম আইসোলেশনে থাকাকালীন কাজ করেছিলেন। সেবারও তাঁর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে সহকর্মীদের উদ্দেশে লিখেছিলেন চিঠি।
আবারও চিঠি লিখলেন কলকাতার নগরপাল। তাতে খুব গুরুত্বপূর্ণ বার্তা। অন্যবারের মতো এবছরও শারদোৎসবের মুখর শহরকে নিরাপদে রাখার গুরুদায়িত্ব পুলিশের উপর। কিন্তু এবছর সংকটের মধ্যে দিয়ে উৎসবের উদযাপন। তাই দিনরাত কর্তব্য পালন করতে গিয়ে কোনও পুলিশ কর্মী যেন নিজেদের প্রতি অবহেলা না করেন, চিঠির প্রতি ছত্রে বারবার একথাই মনে দিয়েছেন CP অনুজ শর্মা। N-95 মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ফেস শিল্ড ছাড়া কেউ যেন বাইরের কাজ না করেন, সাবধানবাণী নগরপালের।
চিঠিতে তিনি এও উল্লেখ করতে ভোলেননি যে গত ৭ মাস ধরে পুলিশ যেভাবে করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, তার জন্য তিনি কমিশনার হিসেবে গর্ববোধ করেন। পাশাপাশি সহকর্মীদের পরিবারের প্রতি শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। আর এখানেই বোধহয় অন্য সকলের থেকে পৃথক আইপিএস অনুজ শর্মা। যিনি একাধারে নিজের কর্তব্যে অটল, অন্যদিকে যোগ্য নেতার মতো সহকর্মীদের খেয়াল রাখেন।
Reported on – 18-October-2020
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল