নিজস্ব সংবাদদাতা : করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার গত বছর ডিসেম্বর থেকেই কমতে শুরু করেছে। দৈনিক সংক্রমণ ৪০ হাজারের কোঠা থেকে এখন ১১-১২ হাজারে নেমেছে। গত তিন থেকে চারদিনে নতুন সংক্রমণ দশ হাজারেরও কম। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে হারে সংক্রমণ কমছে তাতে নতুন আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারে নেমে যাওয়ার আশা রয়েছে। ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যাও অবিশ্বাস্যভাবে কমছে। আড়াই লাখের কোঠা থেকে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা দেড় লাখেরও কম। কেন্দ্রের হিসেবে ১ লাখ ৪৩ হাজারের কাছাকাছি। করোনা অ্যাকটিভ কেসের হার দেড় শতাংশেরও নীচে। তবে চিন্তা রয়েছে কেরল ও মহারাষ্ট্রকে নিয়ে। কেন্দ্রের পরিসংখ্যাণ বলছে, নতুন সংক্রামিতদের প্রায় ৭১ শতাংশই কেরল ও মহারাষ্ট্রের। এই দুই রাজ্যে সংক্রমণের হার কমেনি। গত সপ্তাহেও এই দুই রাজ্য থেকেই সর্বাধিক সংক্রমণের খবর মিলেছিল।দেশে এখনও অবধি ৬২ লাখের বেশি করোনার টিকা পেয়েছেন। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের পরে এবার পুলিশ ও প্রশাসনের কর্মীদের টিকাকরণ চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটা বড় অংশের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি তৈরি হলেই হার্ড ইমিউনিটি তৈরি হতে শুরু করবে। ক’মাস আগেও সংক্রমণে মৃত্যু হাজার ছাড়াচ্ছিল। গত সপ্তাহে তা আড়াইশো জনে নামে। এবার এক ধাক্কায় একশোর নীচে নেমেছে।
Report by web desk
Reported on – 09/02/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন