নিজস্ব সংবাদদাতা : গরু ও কয়লা পাচার কান্ডে এবার রাজ্যের ৬ পুলিশকর্মীকে নোটিস পাঠাল সিবিআই। তাদের মধ্যে একজন ডিএসপি পদ মর্যাদার অফিসার ও রয়েছেন। গরু পাচার কাণ্ডের মূল চক্রি এনামুল হক ধরা পড়ার পর থেকেই গরু পাচার তদন্তে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। এর সঙ্গে সঙ্গেই গোয়েন্দাদের কাছে এসেছে কয়লা পাচারকারী অনুপ মাঝি বা লালার নাম। দুই মূল অভিযুক্তের যৌথ অবৈধ কারবারের কথাও গোয়েন্দাদের সামনে এসেছে। যদিও এখনো পর্যন্ত ফেরার অনুপ মাঝি। তবে কিছুদিন আগেই হুগলির কোন্নগরের দুজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকেরা কয়লা পাচার কাণ্ডের তদন্তে। আবার গরু পাচার কাণ্ডের তদন্তে ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালালেন। এবার উচ্চপদস্থ ৬ জন পুলিশ অফিসারকে পাঠানো হল সিবিআই এর নোটিশ। জানা গিয়েছে ৬ পুলিশ অফিসারকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। চলতি সপ্তাহে তাদের হাজিরা দিতে বলা হয়েছে।অনেকেই মনে করছেন খুব তাড়াতাড়ি এই বেআইনী কারবার কে গুটিয়ে আনবে সিবিআই। প্রসঙ্গত গরু পাচার কয়লা পাচার কান্ডে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শাসকদলের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করছে বিরোধী দলগুলি। গরু পাচার কয়লা পাচার কান্ডে শাসকদলের প্রভাবশালীদের নাম উঠে আসায় তৃণমূল কংগ্রেসের যে বিপদ বাড়ছে তা মনে করছেন অনেকেই। আগের বিধানসভা নির্বাচন গুলিতে সারোদা নারোদা কান্ড যেমন অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল ঠিক তেমনই আগামী বিধানসভা নির্বাচনের আগে অন্যতম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের কাছে গরু কয়লা পাচার কান্ড বলে মনে করছে রাজনৈতিক মহল। সিবিআই সূত্রের খবর, আরো কয়েকজন পুলিশ অফিসারের নাম তদন্তে উঠে এসেছে। যে কোনদিন তাদের তলব করা হতে পারে নিজাম প্যালেসে। এর মধ্যেই সিবিআই অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ও ডেপুটি কমান্ডার ও ডিআইজিকে নিজাম প্যালেসে দ্রুত হাজিরা দেওয়ার নোটিস পাঠাল। গরু পাচার কাণ্ডের সঙ্গে যোগসাজশ আছে এই উচ্চপদস্থ অফিসারদের। এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। তাই দ্রুত জিজ্ঞাসাবাদ করতে তাঁদেরকে সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট