নিজস্ব সংবাদদাতা : গাঁজা ও চরসকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হবে। রাষ্ট্রপুঞ্জের মাদক বিষয়ক এক কনভেনশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিশন অব নারকোটিক ড্রাগসের সভায় সিদ্ধান্ত হয়, গাঁজাকে ১৯৬১ সালের সিঙ্গল কনভেনশন অব নারকোটিক ড্রাগসের চার নম্বর তালিকা থেকে বাদ দেওয়া হবে। ওই তালিকায় হেরোইনের মতো মাদককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাত্ রাষ্ট্রপুঞ্জ এতদিন মনে করত, গাঁজা হল হেরোইনের মতোই বিপজ্জনক মাদক।’সংস্থার সভায় গাঁজাকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব পেশ হলে ভারত এবং ইউরোপের অনেকগুলি দেশ তার পক্ষে ভোট দেয়। চিন, পাকিস্তান ও রাশিয়ার মতো ২৫ টি দেশ গাঁজাকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে সরানোর বিরোধিতা করে। ভোটদানে বিরত থাকে ইউক্রেন। ২০১৯ সালের জানুয়ারিতে হু প্রস্তাব দেয়, গাঁজাকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হোক। কমিশন অব নারকোটিক ড্রাগসের সামনে গত মার্চ মাসে ওই প্রস্তাব পেশ করা হয়। ভারতের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যানসেস অ্যাক্ট (এনডিপিএস), ১৯৮৫ অনুযায়ী গাঁজা উত্পাদন, কাছে রাখা বা পরিবহণ করা শাস্তিযোগ্য অপরাধ।সম্প্রতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে মাদক আইনে গ্রেফতার করা হয়। রিয়ার ভাই শৌভিকও ওই আইনে গ্রেফতার হয়েছিলেন। রিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনের ২৭এ, ২১, ২২, ২৯, ২৮ ধারায় মামলা করা হয়।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল