মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

গাঁটছড়া বাঁধলেন গায়ক আদিত্য নারায়ন

গাঁটছড়া বাঁধলেন উদিত নারায়ণের ছেলে তথা গায়ক আদিত্য নারায়ন। বহু বছরের বান্ধবী শ্বেতা আগারওয়াল কে বিয়ে করলেন তিনি। তবে বিয়ের অনুষ্ঠান তেমন জাঁকজমকপূর্ণ ছিল না বললেও চলে। ঘনিষ্ঠ জন ও পরিবারের সঙ্গেই মুম্বইয়ের ইসকন মন্দিরে বিয়ে করলেন আদিত্য নারায়ন। কোভিদ ১৯ এর কথা মাথায় রেখেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

বিয়ের অনুষ্ঠানে কম সংখ্যক মানুষ উপস্থিত থাকলেও আনন্দে কোন ঘাটতি ছিল না। ছেলের বিয়েতে যথেষ্টই আনন্দ করেছেন অদিত নারায়ন এবং দীপা নারায়ন। ছেলের বিয়ের বারাত -এ খুব হইহই করে নেচেছেন তারা। সেক্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

বিয়ের জন্য আদিত্য ও শ্বেতা দুজনেই বেছে নিয়েছেন আইভরি রংয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা চলি। তাদের বিয়ের সাজে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। এর আগে প্রি ওয়েডিং বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন আদিত্য। বিয়ের আগে হয়েছে হলদি ও মেহেন্দি অনুষ্ঠান।

প্রসঙ্গত শাপিত ছবির সময় থেকে আদিত্যর সঙ্গে শ্বেতার আলাপ। এরপর তারা ১০ বছর ধরে সম্পর্কে রয়েছেন। আদিত্য কিছু সব ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “আমাদের বিয়ে হচ্ছে! আমি খুব সৌভাগ্যবান যে শ্বেতাকে খুজে পেয়েছি ১১ বছর আগে। অবশেষে ডিসেম্বরে আমরা বিয়ে করছি। আমরা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করি। সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিলাম।”

Share this News
error: Content is protected !!