নিজস্ব সংবাদদাতা : গাছের ভিতর থেকে বের হচ্ছে আগুনের ফুলকি। আর এই আগুন দেখে গ্রামের মানুষরা আতঙ্কিত হয়ে পড়লেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া মহিষগোড গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে খবর দেন কোলাঘাট থানায়। কোলাঘাট থানার পুলিশ এবং কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অবশ্য জানা যায় যে পশু শিকার করার সময় গাছে আগুন ব্যবহার করেছিল পশু শিকার কারীরা। সেই আগুন কোনক্রমে শুকনো গাছের শাখায় লেগে যায়। তা থেকেই আগুন ছড়িয়ে যায় বলে অনুমান দমকল ও এলাকাবাসীর । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা । কারণ যেখানে আগুন লাগে তার পাশেই জনবসতি। আগুন থেকে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারতো বলে মনে করছেন তাঁরা ।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 04/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা