নিজস্ব সংবাদদাতা : উত্সবের মরশুমে নতুন বাজার তৈরি করতে ব্যস্ত গাড়িপ্রস্তুতকারী সংস্থাগুলি। সেই সূত্র ধরেই Redigo, Go ও Go Plus মডেলগুলিতে একাধিক আকর্ষণীয় অফার দিচ্ছে Datsun। থাকছে আর্লি বুকিং বেনিফিটস, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ও কর্পোরেট ডিসকাউন্ট। Datsun Go মডেলে থাকছে প্রায় ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড়। এ ক্ষেত্রে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ও ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট রয়েছে। অন্য দিকে, এই সিরিজের সেভেন-সিটার Go Plus-এ থাকছে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড়। এখানে ক্যাশ ডিসকাউন্টের পরিমাণ ১৫,০০০ টাকা। পাশাপাশি এক্সচেঞ্জ বেনিফিটও মিলছে ২০,০০০ টাকা পর্যন্ত। দেশে যাঁরা চিকিত্সার কাজে যুক্ত, তাঁদের জন্য ৫০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্টও রয়েছে। সম্প্রতি এই বিশেষ সুবিধার কথা জানানো হয়েছে Datsun-র তরফে। প্রতিটি আকর্ষণীয় অফার অক্টোবর মাসের শেষ পর্যন্তই বৈধ থাকছে, তার পরে আর নয়। Carwale নামে সংস্থার প্রতিবেদন বলছে যে, কিছু অফার এই সপ্তাহের শনিবার পর্যন্তই সীমিত। তাই আর দেরি না করে চটপট সিদ্ধান্ত নিন। এ ক্ষেত্রে কেনার লোকেশন ও গাড়ির মডেলের উপর নির্ভর করে ডিসকাউন্ট, ক্যাশ বোনাসগুলিতে অল্পবিস্তর পরিবর্তন আসতে পারে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল