নিজস্ব সংবাদদাতা : এখনও পর্যন্ত করোনার দাপট একটুও কমেনি। সারা বিশ্ব এখনও কাঁপছে করোনার দাপটে। আর এই সময়টা যেন কোনওভাবে এই বছরেই কেটে যায়, তারই প্রার্থনায় সকলে। সকলেই ভ্যাক্সিনের জন্য আশার আলোর দিকে চেয়ে রয়েছেন। কিন্তু সে তো দূরহস্ত। আর অভিশপ্ত ২০২০ থেকে লাফ দিয়ে বেরিয়ে আসতে চাইছেন অভিনেতা সৌরভ দাস। বিষয়টা শুনে অনেকে হাঁ হলেও এমনটাই করেছেন অভিনেতা। সাদা-কালো ছবিতে তার এই স্টান্ট বলিউডকেও হার মানাবে। ছবিতে দেখা যাচ্ছে, হুডখোলা গাড়ি, সাদা-কালো ছবি, চোখে সানগ্লাস, মাথায় ব্যান্ড পরে দু পা তুলে গাড়ি থেকে ঝাঁপ মেরে বাইরে আসছেন সৌরভ। ক্যাপশনে লিখেছেন-‘২০২০ সাল থেক ঝাঁপ দিয়ে অনেকটা বেরিয়ে আসা।’ হ্যাশট্যাগ দেখলেই বোঝা যাচ্ছে, ছবিটি পুরোনো।মুহূর্তের মধ্যে নেটিজেনেদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে এই ছবি। মনের ভিতরের অভিব্যক্তি ছবিতে বুঝিয়েছেন অভিনেতা।এ রকম একটি ছবির কমেন্ট বক্স যে অনুরাগীদের ভালবাসায় ভরে উঠবে, তা তো জানাই কথা! সঙ্গে আশার কথাও জানাচ্ছেন তিনি।এই সময়টা যেন তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায়, সেই প্রার্থনা করছে সকলে। একটাই আশা, ভ্যাক্সিন। কিন্তু তারও দেখা মিলছে না। মনে হচ্ছে, ২০২০ সালটাই ভয়াবহ। নতুন বছর আসুক। আর সকলে মিলে লাফ দিয়ে বেরনো যাক! সৌরভের মতে, তিনি ঠিক সে ভাবেই লম্ফ মেরেছেন।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত