নিজস্ব সংবাদদাতা : প্রথমবার গানের জগতে হাতেখড়ি ঋতাভরী চক্রবর্তীর । ফার্স্ট সিঙ্গেল মুক্তি পেতেই উন্মাদনা তুঙ্গে ভক্তমহলে।’দেখেছি রূপ সাগরে’ গানটি দিয়েই হাতেখড়ি হল ঋতাভরীর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভিডিওটি। গানটি যে কেবল গানের জগতে ঋতাভরীর আগমণ তাই নয়, নিজের মেয়েবেলার সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে রয়েছে এই গান। হরিয়ানা বিদ্যা মন্দিরে ছোটবেলায় পড়াশোনা করেছিলেন ঋতাভরী। নস্টালজিয়ায় ডুব দিয়ে স্কুলের স্মৃতিও তুলে ধরেছেন এই ভিডিওতে। অভিনয়কে আপাতত ব্যাকসিটে রেখে গান নিয়ে মেতেছেন ঋতাভরী। গানের গলা নিয়ে রীতিমত প্রশংসায় ভরছে সোশ্যাল মিডিয়ার ফিড। ইউটিউবে একে একে বেড়ে চলেছে লাইকসের সংখ্যা। এই বাংলা গানটির পাশাপাশি তিনি একটি হিন্দি গানও গেয়েছেন। যার একটি ঝলক শেয়ার করেছিলেন ঋতাভরী। গ্ল্যামার হোক বা প্রতিভা সবেতই এক ধাপ এগিয়ে ঋতাভরী। অভিনয় ও বোল্ডনেস ছাড়াও যে তাঁর সুপ্ত প্রতিভা রয়েছে, এ কথা সকলেরই এতদিন অজানা ছিল। এবার সেই রহস্য এল প্রকাশ্যে। গানের ভুবন ভরিয়ে দিলেন ঋতাভরী। দর্শকদের ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি, রইলো সেই ভিডিও।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে