নিজস্ব সংবাদদাতা : নতুন রূপে রাজ্যবাসীর কাছে আসতে চলেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। রাজনীতিতে সফলতার পর এবার তাঁর প্রবেশ সংগীত জগতে। ছোট থেকেই রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা থাকার পর অবশেষে আটটি রবীন্দ্র সংগীতের সম্ভার নিয়ে রাজ্যবাসীকে উপহার পর্যটন মন্ত্রীর। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারায় অ্যালবামের শ্যুটিং করেছেন গৌতম দেব। শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হল মন্ত্রী গৌতম দেবের গানের একটি টিজার।গানের অ্যালবাম তৈরির ভাবনা প্রসঙ্গে গৌতমবাবু বলেন, ‘আমি পেশাদার গায়ক নই। ভাললাগা থেকেই গান গাওয়া। কিছুটা তালিম নিয়েছি, সেখানে থেকেই ইচ্ছে ছিল একটি গানের অ্যালবাম তৈরি করার। অবশেষে অনেকের সহযোগিতায় তা প্রকাশ করতে পারব ভেবে ভাল লাগছে।’ এক্ষেত্রে রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড বাঁচিয়ে সময় বার করে গান গাওয়ার পরিকল্পনায় তাঁর অনুপ্রেরণা যে মুখ্যমন্ত্রী নিজেই তা জানাতে ভোলেননি। পর্যটনমন্ত্রীর অ্যালবামে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামী বছর পয়লা জানুয়ারি পুরো অ্যালবামটি মুক্তি পাবে। তবে কি মন্ত্রীর পাশাপাশি এবার পুরোদমে সঙ্গীত দুনিয়ায় পা রাখতে চলেছে গৌতম বাবু? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা যেন লজ্জিত হয়ে পড়লেন তিনি। বলেন, ‘এটা গায়ক হিসেবে উত্তরন নয়। এটা নিজের আত্মতৃপ্তি, মানসিক শান্তি। ৪৫ বছর একটা জীবনে থেকেছি সেখান থেকে বেরিয়ে একটা নতুন কিছুর স্বাদ নেওয়া। আর কিছু নয়’
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন