নিজস্ব সংবাদদাতা : ভারতের শত বিরোধিতা, ঘরে বাইরে প্রতিবাদ সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালটিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। আগেই জানা গিয়েছিল নিজেদের দখলে রাখা গিলগিট ও বালটিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিতে চলেছে পাকিস্তান । নয়াদিল্লির কাছে খবর পৌঁছাতেই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভারতের বিদেশ মন্ত্রক । কিন্তু তাতে যে ইসলামাবাদ কর্ণপাত করেনি তা এদিনের সিদ্ধান্তেই স্পষ্ট ।ইমরান খান গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করে শিলান্যাস করলেন একাধিক প্রকল্পের। দেশের অভ্যন্তরের বিক্ষোভ বা ভারতের প্রতিবাদ, কোনও কিছু কানে না তুলে মূলত পাক সেনাবাহিনী এবং চিনের পরামর্শে তাঁর এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। ইমরান খান মুখে যাই বলুন না কেন, তিনি যে আদতে পাকিস্তানের সেনাবাহিনীর ‘হাতের পুতুল’, এদিনের ঘোষণা ফের সেটাই প্রমাণ করল। গিলগিট-বালতিস্তানে দাঁড়িয়ে ইমরান খান বললেন, ‘পাকিস্তানে শিয়া ও শুন্নি সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে ভারত। পাকিস্তানের সরকার সব সময় অনুন্নত জায়গার মানুষদের ভাল চায়। গিলগিট-বালটিস্তানে এবার উন্নয়ন হবে। আপনারা বিশ্বাস রাখুন’। ইমরানের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব স্পষ্ট জানালেন, ‘১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী, গিলগিট-বালটিস্তান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ। জোর করে দখল করে রাখা এই অঞ্চলের কোনও কিছু পরিবর্তন করার অধিকার নেই পাকিস্তান সরকারের’।শ্রীবাস্তব আরও বলেন, ‘পাকিস্তানের এধরনের প্রয়াসের উদ্দেশ্য বেআইনি দখলদারি আড়াল করা। কিন্তু এভাবে ওরা পাক দখলীকৃত এলাকায় সাতটি দশকের বেশি সময় ধরে চলা চরম মানবাধিকার লঙ্ঘন, শোষণ, স্বাধীনতা প্রত্যাখ্যানকে লুকিয়ে রাখতে পারবে না। পাকিস্তান এই ভারতীয় এলাকার চরিত্র বদলের চেষ্টা না করে বরং বেআইনি ভাবে কব্জা করে রাখা যাবতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করে দিক’।
Report by
Reported on – 02/11/2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল