নিজস্ব সংবাদদাতা : সাতসকালে গুজরাটের ভদোদরায় ভয়াবহ দুর্ঘটনা। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে ,ভদোদরায় একটি ক্রসিংয়ের কাছে দু’দিক থেকে আসা দুটি ট্রাকের এদিন মুখোমুখি সংঘর্ষ হয় । ট্রাকটিতে ড্রাইভার এবং তার সহকারি ছাড়াও আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে । সুরাত থেকে তাঁরা ট্রাকে উঠেছিলেন । প্রচণ্ড জোরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি থেকে রাস্তায় ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী । ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । এরপর আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে । এখনও পর্যন্ত সব মিলিয়ে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি। তিনি জানিয়েছেন, ভদোদরার দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত। দ্রুত আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসনের তরফে। ট্যুইট করে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।অন্যদিকে গুজরাটেরই সুরেন্দ্রনগরে এক পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। সুরেন্দ্রনগরের কোঠিয়ারা গ্রামের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে দুর্ঘটনাটি ঘটে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল