নিজস্ব সংবাদদাতা : জলের মধ্যে চিকচিক করছে সোনা। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে সমুদ্রের পাড়ে ভিড় জমিয়েছেন মহিলা থেকে বৃদ্ধ প্রায় সকলেই। তাঁদের লক্ষ্য একটাই সোনা কুড়িয়ে নিয়েই যেতে হবে বাড়িতে। আর তা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের নিভারের তাণ্ডবের পর গত শুক্রবার সকালে চার-পাঁচজন মত্স্যজীবী সমুদ্রের পাড়ে আসেন। তাঁরা দেখেন সোনার মতো দেখতে হলুদ রঙের কিছু জিনিস পড়ে রয়েছে। তা তারা কুড়িয়ে নেন। এরপর নাকি বাজারে বেশ চড়া দামে তা বিক্রিও করেন মত্স্যজীবীরা। ব্যস! সোনার হদিশ মেলার খবর বলে কথা। তা ছড়িয়ে পড়তে কী আর সময় লাগে? তাই তো মুহূর্তের মধ্যেই সোনার হদিশ মেলার খবর সর্বত্র দাবানলের মতো হু হু করে ছড়িয়ে পড়ে।স্থানীয়দের দাবি, কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে প্রত্যেকবারই পাওয়া যায় মূল্যবান ধাতু, রত্ন। আগেও এরকম ঘটনা ঘটেছে। আসলে প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর জলের সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, জোরালো হাওয়ার দাপটে মহিলা এবং শিশুরা সোজা হয় দাঁড়াতে পারছিলেন না। তার মধ্যেই সকাল ৬টা থেকে শুরু হয় খোঁজ। চলে সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল