ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কলকাতা ডার্বিতে এ টি কে মোহনবাগান দ্বিতীয়ার্ধের দু গোলে বিধ্বস্ত করলো এস সি ইস্টবেঙ্গলকে. আটচল্লিশ মিনিটে ফিজিয়ান- ভারতীয় রয় কৃষ্ণ গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন. ম্যাচ শেষ হওয়ার বারো মিনিট আগে মনভির সিং দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গল এর ভাগ্যে তালা মেরে দেন. দু দলের তিনশো সত্তরতম ম্যাচটি ছিল ডার্বির শততম বছরের স্মারক. প্রথমার্ধের ছত্রিশ মিনিট এ ইস্টবেঙ্গল গোলরক্ষক দেবজিৎ মজুমদার জাভি হার্নান্দেজের একটি শট দুর্দান্তভাবে বাঁচলেও পিলকিংটন এবং মাঘামর যোগাযোগে ইস্টবেঙ্গল এর আক্রমণ আছড়ে পড়তে থাকে মোহনবাগান ডিফেন্স এ. বিরতির পর তৃতীয় মিনিটে তেত্রিশ বছর বয়স্ক রয় কৃষ্ণর একটি ড্রাইভ দেবজিত্কে হার মানিয়ে জালে জড়িয়ে যায়. রয় কৃষ্ণর পূর্বপুরুষ এই কলকাতার বাসিন্দা ছিলেন. কলকাতা ডার্বিতে তাঁর প্রথম ঐতিহাসিক গোল নিশ্চয়ই স্বর্গে তাঁদের তৃপ্ত করেছে. বর্তমানে নিউজিলান্ডের নাগরিকত্ব নেওয়া রয় এর সুপারমডেল স্ত্রী, মিডিয়া ব্যাবসায়ী নাজিয়া আলি রয়কে টেলিফোন করে বলেন, তোমার জন্য আমরা গর্বিত. নাজিয়া সম্ভবত জানেন না কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেও গোল করা রয় কৃষ্ণ এখন এ টি কে মোহনবাগান এরও গর্ব. পঁচিশ বছর বয়স্ক পরিবর্ত খেলোয়াড় মনভির অসাধারণ দক্ষতায় ডানদিকে ডিফেন্ডারদের টেনে বাঁ দিকে সরে চমৎকার শটে গোল করেন. এই আগস্টেই এফ সি গোয়া থেকে পাঁচবছরের চুক্তিতে কেনা মনভির যে যথেষ্ট ভালো সওদা তা বুঝছেন এ টি কে – বাগান কর্তারা. ম্যাচের শেষে মোহন কোচ আন্তোনিও লোপেজ হাবাস সব কৃত্তিত্ব খেলোয়াড়দের দিয়েছেন. ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার কৃত্তিত্ব দেন বাগান খেলোয়াড়দের.
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’