নিজস্ব সংবাদদাতা : নতুন ইংরেজি বছর উদযাপনের জন্য আগেভাগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন বলিউডের গ্ল্যামার গার্ল মালাইকা অরোরা। এই সফরে মালাইকার সঙ্গে রয়েছেন বয়ফ্রেন্ড অর্জুন কপূর, ছেলে আরহান, বোন অমৃতা অরোরা ও তাঁর স্বামী শাকিল। তাঁরা এখানে থাকছেন আজারা বিচ হাউসে, যা শাকিল ও অমৃতার হলিডে হোম। আসলে গোয়াতে এলেই তাঁরা এখানেই থাকেন। এই সফর বেশ উপভোগ করছেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি, যেগুলিতে তাঁকে পুলের ধারে নজরকাড়া পোজ দিতে দেখা গিয়েছে। মালাইকা যে ছবিগুলি শেয়ার করেছেন সেগুলিতে তাঁকে অ্যানিম্যাল প্রিন্টের সবুজ স্যুইমস্যুটে দেখা গিয়েছে। সঙ্গে সানগ্লাস। ছবিতে বরাবরের মতোই তাঁকে বেশ গ্ল্যামারাস দেখিয়েছে। আবার কয়েকটি ছবিতে সবুজ রঙের পোশাক পরে জানালা থেকে ঝুঁকে কিছু দেখতে দেখা গিয়েছে। সেইসঙ্গে আবার সুইমিং পুলেও দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, এর আগে অর্জুন ও মালাইকা দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে অর্জুন সইফ আলি খান, ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘ভূত পুলিশ’ সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন। সেই সময় তাঁকে সঙ্গ দিতে চলে এসেছিলেন মালাইকাও। সম্প্রতি মালাইকা জানিয়েছেন যে, লকডাউন পর্বটা তিনি অর্জুনের সঙ্গেই কাটিয়েছিলেন। লকডাউনের এই পর্বটা তাঁদের অসাধারণ কেটেছিল বলে জানিয়েছেন মালাইকা। কারণ, ওই সময় বেশ এন্টারটেনিং মুডে ছিলেন অর্জুন। বিগত কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে ডেট করছেন মালাইকা ও অর্জুন। ২০১৯-এ তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। উল্লেখ্য, মালাইকা বিবাহবিচ্ছিন্না। ২০১৭-তে আরবাজ খানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
Report by মিতালি ঘোষ
Reported on – 30/12/2020
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব