নিজস্ব সংবাদদাতা : লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা তথা ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী, জাকিউর রহমান লকভি-কে গ্রেফতার করেছে পাকিস্তান সরকার । তবে ২৬/১১ হামলার জন্য নয়, সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে লকভি-কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানে বছর ৬১-র লকভি একটি ডিসপেনসারি খুলে বসেছিল। লস্কর-ই-তৈবা’র তহবিল সংগ্রহের জন্যই ওই ডিসপেনসারি চালাতো সে, এমনটাই পাক কর্তৃপক্ষের অভিযোগ। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লকভি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। এই হামলায় একমাত্র জীবিত জঙ্গী ছিল আজমল কাসভ। সে বয়ানে জানায় , তার পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে তাকে এই হামলায় অংশ নিতে পাঠিয়েছিল লকভি। মুম্বাই হামলাতে বড় ভূমিকা ছিল লকভির। লস্কর-ই-তইবার অপারেশন কমান্ডার লকভিকে অনেকদিন ধরেই আটক করে রেখেছিল পাক প্রশাসন। মুম্বই হামলার অভিযোগে আটক থাকার পর ২০১৫ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পায় সে। রাষ্ট্রসঙ্ঘে আন্তর্জাতিক জঙ্গির তকমা পাওয়া লকভির এফএটিএফের ধূসর তালিকাতেও নাম রয়েছে। কয়েক দিন আগেই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে লকভিকে মাসিক দেড় লক্ষ টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিল ইসলামাবাদ। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, লকভির সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ফলে তার পরিবারের খাবার, ওষুধ, পরিবহণ ইত্যাদি বিষয়ে অসুবিধা হচ্ছে। তাই এই আর্জি। যদিও পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছিল ভারত।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল