নিজস্ব সংবাদদাতা : বিশ্ব তথা দেশের প্রথম সারির একাধিক উদ্যোগপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিনিয়োগের জন্য আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা আজ এমন কোম্পানি খোঁজেন যাদের কাছে উচ্চ ব্যবস্থাপনা, সঠিক পরিবেশ ছাড়াও সামাজিক ও শাসকের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে । তাঁর মতে, ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে এমন সিস্টেম এবং কোম্পানি আগে থেকেই বর্তমান । অর্থাত্ ভারতের মতো বিনিয়োগের সেরা জায়গা আর নেই । বৈঠকে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি, টাটা গ্রুপের রতন টাটা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উদয় কোটক, HDFC-এর দীপক পারেখ, সান ফার্মার দিলীপ সাংঘ্বি সহ প্রমুখ । এছাড়াও আমেরিকা, ইউরোপ, কানাডা, কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর থেকেও বহু বিনিয়োগকারী এই বৈঠকে অংশ নেন । আলোচনা হয় ভারতের ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে । সরকারের তরফে বলা হয় ভারতকে আত্মনির্ভর বানানোর লক্ষ্য শিল্প ও বাণিজ্যে দরকার বিপুল বিনিয়োগ ।বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ” আপনারা যদি বিনিয়োগ করে তার মুনাফা চান আস্থার সঙ্গে , তাহলে ভারতই তার জন্য আদর্শ জায়গা । যদি আপনারা কিছু দাবি জানাতে চান গণতান্ত্রিক অধিকার হিসেবে, তার জন্য ভারতই সেরা দেশ । ব্যবসার ভিত আরও মজবুত করার জন্যও ভারতই সঠিক জায়গা ।”একইসঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, করোনা মহামারিতে সারা বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল, তখন ভারত মহামারির সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই অর্থনৈতিক স্থিরতা বজায় রাখতে সুপরিকল্পিতভাবে লড়েছে ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল