এ দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চলতি মাসেই বা মার্চে রাশিয়ার কোভিড প্রতিষেধক ‘স্পুটনিক-ভি’-কে অনুমোদন দিতে পারে ভারত। বুধবার এ দাবি করলেন বিশ্বের বিভিন্ন দেশে ওই প্রতিষেধকের মার্কেটিং সংস্থা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর প্রধান কিরিল দিনিত্রেভ।
‘‘স্পুটনিক-ভি’-র মার্কেটিংয়ের পাশাপাশি তা তৈরির সঙ্গেও যুক্ত রয়েছে কিরিলের সংস্থা। বুধবার সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে একটি সাক্ষাৎকারের কিরিল বলেন, “প্রতিষেধক উৎপাদনের ক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী ভারত। আশা করছি যে সীমিত সংখ্যায় হলেও জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ভারত থেকে ‘স্পুটনিক-ভি’-র বরাত পাওয়া যাবে। এবং চলতি মাসে বা মার্চেই তা পাওয়া যেতে পারে। তার পর আমাদের কোভিড প্রতিষেধক ভারতে পাঠানো শুরু করতে পারব।”
সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’ জানিয়েছে, কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ‘স্পুটনিক-ভি’-র কার্যকারিতা ৯১.৬ শতাংশ। ওই জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, ‘স্পুটনিক-ভি’-র তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ২০ হাজারের বেশি অংশগ্রহণকারীর দেহে পরীক্ষার পর এই ফলাফল পাওয়া গিয়েছে।
Report by web desk
Reported on – 04/02/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল