নিজস্ব সংবাদদাতা : ইটালি হারাল তাদের আদরের ‘পাবলিতো’ পাওলো রোসিকে। মারাদোনার পর চলে গেলেন আর এক বিশ্বজয়ী ফুটবলার।১৯৫৬ সালের ২৩ ডিসেম্বর জন্ম এই কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৬৪ বছর। জুভেন্টাস এবং এসি মিলানের প্রাক্তন এই স্ট্রাইকার ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে ইটালিকে প্রায় একাই চ্যাম্পিয়ন করেছিলেন। ৬টি গোল করে সে বার গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে ইটালির ৩-২ ব্যবধানে চিরস্মরণীয় জয়ে তিনটি গোলই করেছিলেন রোসি। এর পর পোল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি জোড়া গোল করেছিলেন। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ইটালির প্রথম গোল রোসিরই। শেষ পর্যন্ত ইটালি ৩-১ ব্যবধানে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ম্যাচ গড়াপেটা কাণ্ডের জেরে হয়তো ৮২-র বিশ্বকাপে খেলাই হত না পাওলো রোসির। ১৯৮০ সালে তিন বছরের জন্য নির্বাসিত হন তিনি। বার বার নিজেকে নির্দোষ বলে প্রতিবাদ করার পর এক বছরের শাস্তি মকুব করা হয়। সুযোগ পেয়ে যান স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে। বাকিটা ইতিহাস। বিশ্বকাপ, সোনার বল, সোনার বুট তিনটি খেতাব একই বছরে জেতার নজির প্রথম তৈরি করেন পাওলো রোসি। মৃত্যুর আগে পর্যন্ত ফুটবলের সঙ্গেই জড়িত ছিলেন পাবলিতো। ইটালির সরকারি টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। স্কাই স্পোর্টসের মতো আন্তর্জাতিক চ্যানেলেও কাজ করেছেন তিনি। ইনস্টাগ্রামে রোসির স্ত্রী ফেদেরিকা কাপেলেত্তি লিখেছেন, ‘তোমার মতো আর কেউ আসবে না, ইউনিক, স্পেশ্যাল, তোমার পর এক চরম শূন্যতা…’
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ