নিজস্ব সংবাদদাতা : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ভাইঝি ও শরত্ চন্দ্র বসুর ছোট কন্যা চিত্রা ঘোষের প্রয়াণ। বয়স হয়েছিল ৯০ বছর। নেতাজি সম্পর্কিত বিভিন্ন ফাইল প্রকাশের আবেদন চিত্রা ঘোষ প্রধানমন্ত্রীর কাছে করেছিলেন। এই সব নথি প্রকাশ করে সবার সামনে নিয়ে আসা হোক বলে দাবি করেছিলেন তিনি। বাবা শরত্ চন্দ্র বসুর ছায়ায় থেকে নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন চিত্রা ঘোষ। পরে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্যও ছিলেন। চিত্রা ঘোষের স্বামী প্রখ্যাত স্থপতি সুবিমল ঘোষ কলকাতার প্রাক্তন শেরিফ ছিলেন। বর্তমানে তাঁর ছেলেমেয়েরা রয়েছেন। চিত্রা ঘোষ ছিলেন লেডি ব্র্যাবোর্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নিজের শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদি চিত্রা ঘোষের আত্মার শান্তি কামনা করেন। চিত্রা ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাতের মুহুর্তগুলো স্মরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন চন্দ্র কুমার বসু। সারাজীবন মানবসেবায় নিজের জীবন উত্সর্গ করেছিলেন চিত্রা ঘোষ বলে জানিয়েছেন তিনি। চন্দ্র কুমার বসু সহ নেতাজীর পরিবারের প্রায় প্রত্যেকেই নেতাজী সম্পর্কিত নথি প্রকাশের দাবি জানিয়েছিলেন।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 09/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা